শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
নাফ নদীর সীমান্ত থেকে পৌণে ১৬ কোটি টাকা মূল্যের তিন কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শনিবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
শেখ খালিদ বলেন, শনিবার ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর ওয়াব্রাং পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদী পার হয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাধে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারিরা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় বিজিবির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
” এতে পাচারকারিরা নাফ নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে নদীর তীরে তাদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। বস্তাটি খুলে পাওয়া যায় ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা। “
মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
.coxsbazartimes.com
Leave a Reply