শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামু একে আজাদ উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে-মাদক বিরোধী সমাবেশ

সোয়েব সাঈদ, রামু : রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেছেন- রামুতে বাল্য বিবাহ ও মাদকের বিস্তার মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। বাল্য বিবাহের ফলে অনেক মা অকাল গর্ভরাধণ করে প্রাণ হারাচ্ছে। আবার অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। তাই যেখানেই বাল্য বিয়ে সেখানে প্রতিরোধ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবমহলকে স্বোচ্ছার ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল মাদক, বাল্যবিবাহসহ ইভটিজিং রোধ করা সম্ভব।

ইউএনও প্রণয় চাকমা রামুর দক্ষিণ মিঠাছড়ি একে আজাদ উচ্চ বিদ্যালয় ও হাজী আল মাছিয়া ফাউন্ডেশন আয়োজিত মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঙ্গলবার (২২ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় একে আজাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন- একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা।

সমাবেশে উদ্বোধক ছিলেন- রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা।

বিশেষ অতিথির বক্তব্যে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- আগামী দিনের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাজীবনের প্রতিটি মূহুর্তকে কাজে লাগাতে হবে। মনে রাখতে আগামীদিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে। শিক্ষাজীবনে বাল্য বিয়ের শিকার কিংবা মাদকাসক্ত হলে নিজের ধ্বঃস অনিবার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- রামু উপজেলা প্রকৌশলী মনজুর হাসান, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মাহমুদুল হক, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, পানেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, দক্ষিন মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামাল হোছাইন চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য মিনুর নাহার মিনু, ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য খালেদা বেগম, ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য শাকিলা সোলতানা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কালাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক দুদু মিয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজা মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ খলিল, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর আলম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছৈয়দ আলম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলাম। সমাবেশে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্পূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও প্রণয় চাকমা সহ অতিথিবৃন্দ অবহেলিত জনপদে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে এলাকাটিকে আলোকিত করায় আবুল কালাম আজাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বিদ্যালয়ে শিক্ষার মান সহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888