রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

রক্তিমও অন্তলোকে

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় পিকআপ চাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া রক্তিম সুশীলের সৎকার সম্পন্ন হয়েছে।

এ নিয়ে এক দুর্ঘটনায় ছয় ভাইয়ের মৃত্যু ঘটলো।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার স্থানীয় শ্মশানে নিহতের মৃতদেহ সৎকার সম্পন্ন হয় বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রক্তিম সুশীল মারা যান। বিকালে চমেক হাসপাতাল মর্গে তার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর রাত সাড়ে ৯ টায় এ্যাম্বুলেন্স যোগে লাশটি চকরিয়ার বাড়ীতে পৌঁছায়।

পরে রাত সাড়ে ১০ টায় ধর্মীয় রীতি মতে স্থানীয় শ্মশানে রক্তিম সুশীলের সৎকার সম্পন্ন হয় বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

এদিকে রক্তিমের মৃতদেহ বহনকারি এ্যাম্বুলেন্স যখন বাড়ীতে পৌঁছায় তখন স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ। নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর অঝোর কান্নায় যেন ভেঙ্গে যায় শোকের বাঁধ। তখন সৃষ্টি হয় মৃত্যুপুরির শোকের করুণ আর্তনাদের দৃশ্যপট।

গত ৮ ফেব্রুয়ারী ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় স্থানীয় শ্মশানে ৯ ভাই-বোন মিলে প্রয়াত বাবার শ্রদ্ধা উপলক্ষে পুজা শেষে বাড়ী ফিরতে রাস্তা পার হচ্ছিল। এসময় কক্সবাজারমুখি দ্রুতগামী একটি পিকআপ তাদের চাপায় দেয়।

এতে ঘটনার দিন ভাই নিহত এবং রক্তিম সুশীল ও হীরা রানী সুশীল নামের এক বোন আহত হন। পরে রক্তিমের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন হীরা রানী সুশীল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888