রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

হত্যা করে আত্মগোপন, অতঃপর ধরা

মহেশখালী প্রতিনিধি : মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার থেকে ফেরার পথে আত্মসমর্পন করা দস্যু মো. আলা উদ্দিন (২৬)কে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উকিল আহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

গ্রেপ্তার উকিল আহাম্মদ ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনসুর আলম প্রকাশ রসুর ছেলে। সে আলাউদ্দীন হত্যার পর থেকে পলাতক ছিল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ২০২১ সালের ৫ নভেম্বর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টায় পূর্ব শত্রুতার জের ধরে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে মারাতত্মক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

তিনি আরও বলেন, পরে ১৮ জনকে আসামি করে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আলা উদ্দিনের বড় ভাই। ওই মামলার এজাহারে ২ নম্বর প্রধান আসামি করা হয় উকিল আহাম্মদকে। এরপরই সে ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপণ করে থাকে। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, এর আগে গত ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন আলা উদ্দিন। করছিলেন স্বাভাবিক জীবন-যাপনও। তার এরুপ হত্যার ঘটনাটি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888