শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সর্দার হত্যায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা কমিউনিটি নেতা আবুল কালাম হত্যা মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর ও কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এ অভিযান চালানো হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

গ্রেপ্তাররা হল, উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলে সামসু আলম (৪৬) এবং কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন ওরফে মো. ছৈয়দের ছেলে আব্দুল (২৬)।

গত ১৪ ডিসেম্বর সকালে উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে কতিপয় দুষ্কৃতিকারিরা কুপিয়ে খুন করে স্থানীয় কমিউনিটি নেতা আবুল কালামকে। এ ঘটনায় ওইদিন রাতের নিহতের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

তিনি কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকের উপ-সর্দার (কমিউনিটি নেতা) ছিলেন।

পুলিশ সুপার নাইমুল বলেন, শুক্রবার ভোররাতে উখিয়ার কুতুপালং ২-ইস্ট ও কুতুপালং ২-ওয়েস্ট নম্বর ক্যাম্পে রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলার এজাহারভূক্ত আসামিরা অবস্থান করছে খবরে এপিবিএন একটি দল পৃথক অভিযান চালায়। এতে আসামিদের সন্দেহজনক বসত ঘর ঘিরে ফেললে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888