শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় পিকআপ চাপায় পাঁচ ভাই নিহত হওয়ার পর মানসিক বিপর্যস্ত রয়েছে সবার ছোট্ট ভাই প্লাবন সুশীল। এখনটা বিছানায় দিন অতিক্রম করছে প্লাবন। আর এ প্লাবন সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৩.৫৮ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। ডুলাহাজারা কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়ে প্লাবন এ সফলতা পেয়েছে।
সন্তান প্লাবনের এইচএসসি পাস করায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বৃদ্ধা মা মৃণালিনী শীল বলেন, ‘অর্থ উপার্জনের সব ক্ষেত্র আমার শেষ হয়ে গেছে। এখন যদি আমার এই ছেলে প্লাবন ছোট একটা চাকরি পায় তাহলে অন্তত পরিবারের সকল সদস্যদের মুখে দু-বেলা অন্ন যোগাড় করতে পারবে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলের জন্য একটি চাকরি চাই। ’
তিনি আরো বলেন, ‘একসঙ্গে নিহত হওয়া পাঁচ ছেলের স্ত্রীরাও পড়ালেখা জানা। তারাও চাকরি করতে পারবে। যদি তাদেরও চাকরির ব্যবস্থা করা হয় তাহলে নাতিদের নিয়ে পরবর্তী জীবন ভালভাবে কাটাতে পারবে। ’
প্লাবনের বাবা সুরেশ চন্দ্র শীল প্রয়াত হওয়ার দশদিনের মাথায় গত ৮ ফেব্রুয়ারি বাড়ির কাছে মহাসড়কের পাশে একসঙ্গে সাত ভাই-বোনকে চাপা দেয় ঘাতক পিকআপ। এতে মারা যান ৫ ভাই। বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন আরেক ভাই রক্তিম শীল এবং মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে বড় বোন হীরা শীল।
.coxsbazartimes.com
Leave a Reply