শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ভালোবাসা দিবসে জনগনের মাঝে লাল গোলাপের সাথে জন্মনিবন্ধন উপহার দিয়েছে চেয়ারম্যান। ভালোবাসা দিবসে চেয়ারম্যানের এই ব্যাতিক্রম উপহার পেয়ে খুশি সাধারন মানুষ।
জন্মনিবন্ধন চেয়ারম্যান নিজ হাতে ঘরে ঘরে পৌছে দিচ্ছে সেটিকে জনপ্রতিনাধিদের জবাবদিহিতার বাস্তবায়ন মনে করছেন সুশীল সমাজের মানুষেরা।
ভালোবাসা দিবসে কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ব্যতিক্রম আয়োজন করে। লাল গোলাপ আর জন্মনিবন্ধন নিয়ে মানুষের ঘরে ঘরে পৌছে দেয়। হঠাৎ করে নিজ এলাকায় ফুল আর জন্মনিবন্ধন হাতে চেয়ারম্যানকে পেয়ে বিষ্মিম হয় সাধারন মানুষ।
হলদিয়াপালং এর সিকদার পাড়ার কফিল উদ্দিন সিকদার জানিয়েছেন, ভালোবাসা দিবসে চেয়ারম্যান নিজে ফুল আর জন্মনিবন্ধন নিয়ে আমার কাছে আসবে কখনো কল্পনাই করিনি। জনগের প্রতি চেয়ারম্যান ইমরুল কায়েসের এই ভালোবাসার দেশের অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
হলদিয়াপালং এর ইউপি সদস্য সরোয়ার কামাল বাদশা বলেন, আজ ১৪ ফেব্রুয়ারী সকালে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী একহাতে গোলাপ আর আরেক হাতে ৩শ জন্মনিবন্ধন নিয়ে আমাদের এলাকায় আসেন ও বিতরন করেন।
চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, আমারা জনপ্রতিনাধিদের দায়িত্ব হলো জনগনকে ভালোবাসা, জনগনের সেবা করা। আজ ভালোবাসা দিবসেটি আমার ইউনিয়নের জনগনের সাথে সেবা ও ভালোবাসা দিয়ে পালন করছি।
.coxsbazartimes.com
Leave a Reply