রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় সাত ভাই-বোনকে চাপা দেওয়ার পর ৫ ভাই নিহতের পিকআপ চালক সাহিদুল ইসলাম সাইফুলকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালাত। চকরিয়া উপজেলা আদালতের বিচারক রাজীব কুমার দেব এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার দুপুরে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয় সাইফুলকে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুলের সাতদিনের রিমান্ড আবেদন করেন।
মালুমঘাটা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাফায়েত হোসেন জানান, ‘পিকআপ চালক সাইফুলকে শনিবার রাতে আমাদের কাছে হস্তান্তর করে। রবিবার দুপুরে আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ‘
গ্রেপ্তার পিকআপ চালক সাহিদুল ইসলাম সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মো. আলী জাফরের ছেলে।
গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় পাশে দাঁড়ানো অবস্থায় সাত ভাই-বোনকে দ্রুতগতিতে এসে চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলে চার ভাইয়ের এবং পরে হাসপাতালে আরেক ভাইয়ের মৃত্যু হয়।
ঘটনায় আহত অন্য ভাই রক্তিম শীল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে এবং বোন হীরা শীল মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন।
.coxsbazartimes.com
Leave a Reply