শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
ঈদগাঁওতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব; এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, সোমবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার কালিরছড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হল, কুমিল্লা জেলার কোতোয়ালী থানার শাহপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (৩৮) এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হালুদিয়া এলাকার আবুল বাশারের ছেলে মো. মনির হোসেন (৩১)।
খাইরুল বলেন, সোমবার বিকালে চট্টগ্রাম দিক থেকে একটি প্রাইভেট কার যোগে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় র্যাব। এ খবরে র্যাবের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার কালিরছড়া বাজার এলাকায় অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে সেখানে চট্টগ্রাম দিক থেকে আসা সন্দেহজনক একটি প্রাইভেট দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেয় র্যাব সদস্যরা। এসময় গাড়ীটি থেকে নেমে দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুইজনকেই আটক করতে সক্ষম হয়।
” এতে তল্লাশী চালানোর এক পর্যায়ে প্রাইভেট কারটির পিছনে বস্তার ভিতরে কৌশলে রাখা অবস্থায় পাওয়া ৪০ কেজি গাঁজা। এসময় পাচারকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার।
.coxsbazartimes.com
Leave a Reply