রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
মহেশখালী প্রতিনিধি : উপজেলা সদরের ঠাকুর তলা থেকে শাপলাপুর সীমান্তের বছিরাখোলা পর্যন্ত পাহাড়বেষ্টিত ছোট মহেশখালী ইউনিয়ন। আজ (৭ ফেব্রুয়ারি) এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ছয়জন চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে এ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণের সরঞ্জাম।
অপরদিকে ভোটারেরা বলছেন, ইউনিয়নটি দরিদ্রপীড়িত এলাকা। বরাবরই উন্নয়নে পিছিয়ে। এ জন্য যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে ভাগ্য পরিবর্তন করতে চান তারা।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নিবার্চনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন পুরুষ ৪১ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জনসহ মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ হাজার ৫শ ৫৮ জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহনকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী মাষ্টার এনামুল করিম (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশি (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলী (চশমা), আব্দুস সামাদ (আনারস), সিরাজুল মোস্তফ (অটোরিকশা) ও রিয়ানুল ইসলাম মঈন (মোটর সাইকেল)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ কেন্দ্রে ৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে থাকবেন। এছাড়া ৩০ জন র্যাব, ১২ জন কোস্টগার্ড, ২০০ জন পুলিশ ও ২১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ব্যালট বাক্সে কেউ হাত দেয়ার চেষ্টা করলে সাথে সাথে গুলি করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর প্রতিটি সদস্য কঠোর অবস্থানে থাকবে।
প্রসঙ্গত, গেল বছরের ২৪ ডিসেম্বর এ ইউনিয়নের তফসিল করে নির্বাচন কমিশন। ১২ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এরপর ১৫ জানুয়ারি যাচাই বাছাই করা হয়। ২২ জানুয়ারি ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। সোমবার ৭ ফেব্রুয়ারি এ ইউনিয়ননে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
.coxsbazartimes.com
Leave a Reply