শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’ রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদ হত্যা মামলায় গ্রেপ্তার রামুতে বড় ভাই হত্যা মামলায় ছোট্ট ভাই গ্রেপ্তার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল ও গুলিসহ এক রোহিঙ্গা আটক সৈকতে নারী হেনস্তাকারি ফারুকুলের এক দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজারের নতুন কামিটি ঘোষণা

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলার কমিটি-২০২২ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়বারের মত নতুন এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে রুহুল আমিন ও উম্মে সাদিয়া হোসেন সিকদার।

২০১১ সালের কমিটিতেও তাঁরা দুইজন সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত ৩১ জানুয়ারি নতুন এই কমিটি ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা। এক বছর মেয়াদী ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদকাল আগামী ৩১ ডিসেম্বর পযন্ত।

নতুন কার্যকরি কমিটি-২০২২ নিম্নরূপ :

সভাপতি ঃ রুহুল আমিন, সহ-সভাপতি ঃ ফারিয়াল মৌমিতা মোস্তফা পুস্পি ও ফাহিম কুদ্দুস প্রিয়।
সাধারণ সম্পাদক ঃ উম্মে সাদিয়া হোসেন সিকদার, সহ-সাধারণ সম্পাদক ঃ মাসুমা আকতার রুমি ও মোজাহিদ আলী।

সাংগঠনিক সম্পাদক ঃ বদিউল আলম সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক ঃ আজিজুর রহমান রাজু, অর্থ সম্পাদক ঃ মোহাম্মদ ফাহিম, দপ্তর সম্পাদক ঃ ইফতেখার বুলবুল তামজিদ, প্রচার সম্পাদক ঃ ফয়সাল মোহাম্মদ ফাহিম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ঃ রেশমি সোলতানা, সাংস্কৃতিক সম্পাদক ঃ লিফিকা ধর, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক ঃ মৌমিতা মীম, প্রশিক্ষণ সম্পাদক ঃ তাসমিমা আফরিন সুবাহ, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক ঃ : নুরুল আবচার, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক ঃ :জেসমিন সুলতানা,
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ঃ অতন্দ্রীয়া বড়ুয়া রিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঃ আব্দুল নবী ,ম্যাগাজিন সম্পাদক ঃ জাহেদুল ইসলাম, বইমেলা সম্পাদক ঃ ফানাফিল্লাহ আকিব,
কার্যনির্বাহী ঃ শফিকা তাসমিন ইমা, ফারজানা ইয়াসমিন লিলি ও তৌহিদুল ইসলাম।

সাধারণ সদস্যঃ সাফাতুজ্জাহান নিতু, সাজ্জাত হোসেন ইমন, আফনান সুলতানা জয়া, নুসরাত আজাদ সুরাইয়া, ইফতেখারুল ইসলাম সাজিদ, মরিয়ম বিনতে কালাম কর্ণিয়া, ফারহান মানসিব, শাহ নেওয়াজ রকি, মশিউর রহমান, মো. মিজানুর রহমান, মো. আশফাক, লিমা আক্তার বাবলি, ঐশ্বর্য দে অর্ণি, সুইটি শর্মা, তানজিনা আফরিন, রিফাতুল আলম, সাগর নাথ, রুবেল দাশ, শাহাব উদ্দিন, শারমিন আক্তার, উলফাতুল মোস্তফা রানা, মঈনুল রহমান, বোরহান রাফি, সোহেল উদ্দিন, মো.সোহেল ইসলাম, বিজন বড়ুয়া সৌরভ, সাঈদ আলম, আরাফাত উদ্দিন, শহিদুজ্জামান শাওয়াল,তৌহিদুল ইসলাম,আবদুল খালেক, হিসামুল হক, রবিউল হাসান রাতুল,তৌহিদুল ইসলাম ছিদ্দিকী, জিয়াউল হক, শোয়াইবুল ইসলাম, মঈন উদ্দিন, আতিক রহমান সৌরভ, মোহাম্মদ ওবাইদুল্লাহ, অরুপ বড়ুয়া, সাজন বড়ুয়া সাজু, তানভীর সাজ্জাদ, খোরশেদ আলম, ইনান আব্বাসী, মিজবাউল রহমান ও পিয়াল কান্তি শীল।

  • সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888