রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফে নাফনদীর তীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে১লাখ২০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার রাতে হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান হ্নীলা বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-১৩হতে ১কিঃমিঃ উত্তর -পশ্চিম দিকে ওয়াব্রাং এলাকার পাশ্ববর্তী নাফনদী দিয়ে পাচার হবে।এমন তথ্যে হ্নীলা বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান নেয়।রাত পৌনে ৮টার দিকে সন্দেহভাজন দুইজন চোরাকারবারিকে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ সংলগ্ন ধানক্ষেতের মধ্য দিয়ে আসতে দেখে টহলদল তাদেরকে দেখা মাত্র চ্যালেঞ্জ করে।দূস্কৃতিকারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।পরে উক্ত স্থানের ধানক্ষেতের ভেতর পাচারকারী ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তল্লাশি চালিয়ে৩কোটি৬০লাখ টাকার মূল্য মানের১লাখ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবা গুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888