মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের কলাতলীতে কার্গো ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবু ছৈয়দ আশু (৩৬) কক্সবাজার শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ার বাসিন্দা সেনায়েত আলী মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শি ও স্থানীয়দের বরাতে বিপুল বলেন, শুক্রবার রাতে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় বাস টার্মিনাল মুখি একটি মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো ট্রাক চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী এক যুবক আহত হয়।
” পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় চালক ও সহকারি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক বিপুল।
.coxsbazartimes.com
Leave a Reply