মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

টেকনাফে ১১ হাজার ইয়াবা সহ আটক ২

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের চান্দলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যাগের ভেতর থেকে১১হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছেন র‍্যাব। শুক্রবার দুপুরে সাবরাং ইউপি ঐ এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাবরাং ইউপি আলীর ডেইল এলাকার ওমর মিয়ার ছেলে সৈয়দ আমিন (৩০) ও সদর ইউপি মহেশখালীয়া পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে মোঃ ফয়সাল (২৬)।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া)অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউপি চান্দলীপাড়া এলাকায় ইয়াবা বেচা কিনার উদ্দেশ্য মাদক কারবারিরা অবস্থান করছে।এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে যায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করতে সক্ষম হয়।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে১১হাজার ইয়াবা পাওয়া যায়।তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888