মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
কাইছার সিকদার কুতুবদিয়া : কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত আসন ও সাধারণ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী ) সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি জিল্লুর রহমানের সঞ্চালনায় নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী । সাধারণ সদস্য ৯ জন ও সংরক্ষিত ইউপি সদস্য ৩ জন, মোট ১৩ জন নবনির্বাচিত সদস্য শপথবাক্য পাঠ করেন।
শপথ অনুষ্ঠানে, কুতুবদিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লেলিন দে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সহ-সভাপতি মৌলভী মো. তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.তাহের, বড়ঘোপ ইউনিয়নের নবনির্বাচিত চোয়ারম্যান আবুল কালাম, আলি আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবার, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ৩ জানুয়ারী বড়ঘোপ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম বিকেল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মামুনুর রশীদ।
.coxsbazartimes.com
Leave a Reply