মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : চীনের ইউনান প্রদেশের বাসিন্দা লি জিংওয়েই যখন অপহৃত হন তখন তার বয়স ছিল চার বছর। পরে অপহরণকারীর তাকে অন্য একটি পরিবারের কাছে ব্রিক্রি করে দেয়। ৩৩ বছর পর নিজের মাকে খুঁজে পেয়েছেন লি। স্মৃতি থেকে আঁকা গ্রামের বাড়ির একটি মানচিত্রই তাকে সাহায্য করেছে নিজের পরিবারকে খুঁজে পেতে। এ বছরের শুরুর দিনটিতে মায়ের সঙ্গে পুনর্মিলন হয় লি’য়ের।
বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, লি’র বাড়ি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ঝাওতং শহরের কাছে। আর অপহরণকারীরা তাকে যে পরিবারটির কাছে বিক্রি করেছিল – তারা থাকতেন প্রায় ১৮০০ কিলোমিটার দূরে। বর্তমানে লি দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে থাকেন। লি জানান, অন্য একটি পরিবারে বড় হলেও তার মন পড়ে থাকত ফেলে আসা নিজের গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি চেষ্টা করছিলেন তার আসল বাবা-মাকে খুঁজে বের করার জন্য। এ কারণে লি তার পালক বাবা-মার কাছে সহযোগিতা চান। কিন্তু সেখান থেকে সেরকম কোনো তথ্য না পেয়ে তিনি ডিএনএ তথ্যভাণ্ডার অনুসন্ধান করেন। কিন্তু তাতেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত কিছুই না পেয়ে ইন্টারনেটের শরণাপন্ন হন তিনি।
গত ২৪ ডিসেম্বর লি নিজের স্মৃতি থেকে তার হারানো গ্রামের বাড়ি ও আশপাশের এলাকার একটি ম্যাপ আঁকেন। তার পর তা প্রকাশ করেন ডোউইন নামের ভিডিও শেয়ারিং অ্যাপে। সেখানে তিনি লেখেন, ‘এই হচ্ছে আমার বাড়ির চারপাশের এলাকার একটি মানচিত্র। আমি স্মৃতি থেকে এটা এঁকেছি’ – অনলাইনে প্রকাশিত ওই ভিডিওতে ম্যাপটি দেখিয়ে বলেছিলেন লি।
ভিডিও প্রকাশের পর ক্যাপশনে তিনি আরও লেখেন, ‘আমি এক শিশু যে তার বাড়িটি খুঁজে বের করতে চাইছে। ১৯৮৯ সালে টাক মাথাওয়ালা একজন প্রতিবেশী আমাকে হেনান নিয়ে গিয়েছিল। তখন আমার বয়স ছিল চার বছর’।
অনলাইনে ওই ভিডিওটি হাজার হাজার বার শেয়ার হয়। এর পর পুলিশ সেই মানচিত্রটি একটি ছোট গ্রামের সাথে মেলাতে সক্ষম হয়। সেই গ্রামে এক নারীর সন্ধানও পাওয়া যায় – যার ছেলে হারিয়ে গিয়েছিল। পরে ডিএনএ নমুনা মিলিয়ে নিশ্চিত করা হয় যে লি-ই হচ্ছেন সেই নারীর হারিয়ে যাওয়া ছেলে। এভাবেই তিন দশকেরও বেশি সময় পর লি জিংওয়েই ও তার মায়ের পুনর্মিলন হয়।
.coxsbazartimes.com
Leave a Reply