শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নতুন বছরকে স্বাগত জানিয়ে র্যালী ও বীচ ক্লিন কর্মসূচি পালন করেছে মর্নিং বীচ।
শুক্রবার সকাল ৮ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট হতে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত র্যালী ও সমূদ্র সৈকত পরিস্কার করে মর্নিং বীচের সদস্যরা।
‘সুস্থতার জন্য ব্যায়াম’ এই স্লোগানে মর্নিং বীচের প্রায় দুইশতজন সদস্য আটটি গ্রুপে বিভক্ত হয়ে সমূদ্র সৈকত পরিস্কার করে।
এই সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল মজিদ, অধ্যাপক আরিফুল ইসলাম, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, আইনজীবী মুহাম্মদ তারেক, ডা. শাহীন আব্দুর রহমান, অধ্যাপক শফিউল আলম, নজরুল ইসলাম, আমির হোছাইন, আতাউর রহমান মনির প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষে থেকে জানানো হয় বার্ষিক বনভোজন ও মিলন মেলা উপলক্ষে শনিবার থেকে বাহারছড়া মুক্তিযোদ্ধা (গোলচত্ত্বর) মাঠে শুরু হবে আন্তঃ ফুটবল টূর্ণামেন্ট।
ভিন্ন দলে নেতৃত্ব দিবেন এ দলে নজরুল ইসলাম ও আবছার, বি দলে অধ্যাপক আরিফুল ইসলাম ও আবুল কালাম মজুমদার, সি দলে ডা. শাহিন আব্দুর রহমান ও ড. শফিকুর রহমান, ডি দলে কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ও সাঈদ, ই দলে অধ্যাপক শফিউল আলম ও গণিউল ইসলাম, এফ দলে আমির হোছাইন ও অমল ধর, জি দলে আতাউর রহমান মনির ও শাহজাহান আলী এবং এইচ দলে আইনজীবী মুহাম্মদ তারেক ও হাবিবুল্লাহ বাহার।
.coxsbazartimes.com
Leave a Reply