সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উখিয়ায় ‘দোকান ভাড়া’ সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে কলেজ শিক্ষক নিহত চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার

নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ : ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ঘটনায় শিকার নারীর স্বামী বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি জানান, মামলায় ৪ জনের নাম উল্লেখ্য করে ৩ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।

অভিযুক্তরা হলেন, আশিক, বাবু, ইসরাফিল ও রিয়াজ উদ্দিন ছোটন।

এসপি জানান, এ ঘটনায় কেউ গ্রেফতার নেই। অভিযান শুরু করেছে পুলিশ।

তবে র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন র‌্যাব এর হাতে আটক রয়েছে।

বুধবার রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে এক নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে বুধবার রাত ২ টার দিকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম।

কক্সবাজার র‌্যাব-১৫-এর লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888