শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ঈদগাঁওতে ‘পারিবারিক কলহের জেরে’ দুই শিশু সন্তানকে বিষপানে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে মা নিজেই আত্মহত্যা করেছে।
বুধবার বিকাল ৫ টায় কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম।
নিহতরা হল, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকার শহীদুল ইসলামের স্ত্রী ইমতিয়াজ খানম জিশান (২৪), তার সন্তান জাবিন (৫) ও জেরিন (২)।
গৃহকর্তা শহীদুল ইসলাম পেশায় একজন লবন ব্যবসায়ি।
ঘটনার সময় গৃহকর্তা শহীদুল ইসলাম বাড়ীতে ছিলেন না বলে জানান ওসি।
স্থানীয়দের বরাতে আব্দুল হালিম বলেন, ঈদগাঁও উপজেলার উত্তর নাপিতখালী এলাকার শহীদুল ইসলাম ও তার স্ত্রী ইমতিয়াজ খানম জিসানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার বিকালে ইমতিয়াজ খানম জিসান প্রথমে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করান। পরে বাড়ীর ছালের খুঁটির সাথে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
” প্রতিবেশীরা শহীদুল ইসলামের বাড়ীর ভিতরে কারো কোন সাড়াশব্দ না পাওয়ায় খোঁজ নিতে যায়। এসময় বাড়ীর মেঝেতে দুই শিশু সন্তানকে পড়া অবস্থায় এবং তাদের মাকে ছালের খুঁটির সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে ঘটনার ব্যাপারে স্থানীয়রা গৃহকর্তা ও পুলিশকে খবর দেয়। “
ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ীর মেঝেতে দুই শিশুকে এবং তাদের মাকে ঘরের ছালের খুঁটির সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ ক্রাইমসিন ইউনিট খবর দেয়।
” বুধবার সকালে শহীদুল ইসলাম ব্যবসায়িক কাজে বাড়ী থেকে মহেশখালী যান। ঘটনার সময় তিনি বাড়ী ছিলেন না। স্থানীয়রা ধারণার কথা জানিয়ে বলছেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিনে অথবা রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে থাকতে পারে। এ নিয়ে ক্ষোভের বশতঃ বুধবার বিকালে মর্মান্তিক এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। “
আব্দুল হালিম জানান, পুলিশের ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে নমুনা সংগ্রহের পর লাশগুলো উদ্ধারের ব্যবস্থা নেয়া হবে। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
তবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে নাকি অন্য কোন কারণে ঘটেছে এ ব্যাপারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান ওসি।
.coxsbazartimes.com
Leave a Reply