শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ‘টেলিফোন’ প্রতীকের প্রচার সম্পাদক পদের প্রার্থী মো. শফি আলম সমর্থনে শেষ প্রচারণা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কক্সবাজার শহরের বড়বাজার এলাকা থেকে বিশাল গণমিছিলটি শুরু হয়।
সংগঠনের কয়েক শত নেতা, কর্মি ও সমর্থকদের অংশগ্রহণে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়কের পাশাপাশি বড়বাজার, পানবাজার, চাইল বাজার, ফায়ার সার্ভিস মসজিদ রোড, কৃষি অফিস রোড, শেখ রাসেল রোড, বাজারঘাটা রোড, আইবিপি রোড, হাসপাতাল সড়ক, এন্ডারসন রোড সহ কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বড়বাজারের পৌরসভা মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
পৌরসভা মার্কেট এলাকায় অনুষ্ঠিত শেষ নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন পেশকার পাড়া সমাজ কমিটির সভাপতি আব্দুল খালেক। সভাটি সঞ্চালনা করেন বড়বাজারের ইজারাদার মোহাম্মদ কাদের ও মোহাম্মদ সাদ্দাম।
এতে বক্তব্য রাখেন, পেশকার পাড়া সমাজ কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলম, বড়বাজার মৎস্য ব্যবসায়ি কল্যাণ সমিতি ও কাঁচা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার করিম, বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ হামিদ, মো. জিয়াবুল, মো. জামাল উদ্দিন পুতু, শফিউল আলম, রেজাউল করিম, আনোয়ার করিম, জসিম উদ্দিন, মো. সালাম, আবুল কালাম সওদাগর, বেলাল উদ্দিন সওদাগর প্রমুখ। পথসভায় বিভিন্ন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেনভূক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ভোটারসহ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নির্বাচনে ‘টেলিফোন’ প্রতীক নিয়ে প্রচার সম্পাদক পদের প্রার্থী মো. শফি আলম সওদাগর একজন সৎ, নিষ্ঠাবান ও আস্থাশীল প্রকৃত ব্যবসায়ি। তিনি একজন দক্ষ ও কর্মঠ সংগঠক হিসেবে সকলের কাছে সমাদৃত। তিলে তিলে নিজেকে গড়ে তুলে তিনি আজ সুনামধন্য ‘মেসার্স শহিদ স্টোর’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। সংগঠনের প্রতি দায়িত্বশীল সংগঠক হিসেবে মো. শফি আলম অতীতেও ব্যবসায়িদের অধিকার আদায়ের পাশাপাশি যেকোন সমস্যায় পাশে ছিলেন।
নির্বাচনে মো. শফি আলম সওদাগর প্রচার সম্পাদক পদে নির্বাচিত হলে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যক্রম তরান্বিত হওয়ার পাশপাশি ব্যবসায়িদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন বলে অভিমত প্রকাশ করেন বক্তারা।
.coxsbazartimes.com
Leave a Reply