শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
ইমরান আল মাহমুদ, উখিয়া : উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর(মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
তিনি বলেন,বুদ্ধিজীবীরা ছিলো এদেশের সম্পদ। জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাক হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। যার পেছনে এদেশের রাজাকার বাহিনীর সহযোগিতা ছিলো।
এর পরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে সে শূন্যতা কাটিয়ে দেশ ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছে। বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশ আরও এগিয়ে থাকতো। দেশের সূর্যসন্তানদের আত্নার মাগফেরাত কামনা করি।
সভাপতির বক্তব্যে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন,বুদ্ধিজীবীরা এদেশের সম্পদ হিসেবে থাকলেও একটি কুচক্রী মহল দেশকে অন্যদের অধীনস্হ করতে তাদের হত্যা করেছিলো। সে শূন্যতা কেটে উঠতে জ্ঞানভিত্তিক, বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে জ্ঞানচর্চা করে বুদ্ধিজীবীদের আত্নত্যাগের শূন্যতা পূরণ করতে হবে।
আরও উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ,উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোলাম সরওয়ার মোর্শেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বিশ্বাস, সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, ইউএনডিপি’র দেওয়ান জিন্নাহ,সহ মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ প্রমুখ।
.coxsbazartimes.com
Leave a Reply