শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
কাইছার সিকদার, কুতুবদিয়া : কুতুবদিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষের উপস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধ কল্পে এক কমিউনিটি সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১২টায় ইউএনএফপিএ এর সহযোগিতায় থানা কম্পাউন্ডে অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দারের সভাপতিত্বে ও এসআই (নিঃ) রায়হান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক কাইছার সিকদার, এসআই (নিঃ) জিয়া উদ্দীন জিয়া, কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজের সিনিয়ার শিক্ষক প্রদীপ কুমার পাল,শিক্ষার্থীদের মধ্যে কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির রিপা আক্তার,মশিউর রহমানসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উন্নত রাষ্ট্র গড়তে সব ক্ষেত্রে নারীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, আমাদের প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি দবলাতে হবে৷ নারীদের কাজের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে, বর্তমান সরকারের আমলে মন্ত্রীসভা থেকে আইনশৃংখলা বাহিনী ও জনপ্রতিনিধিত্বে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে তাই আজ বিশ্বের দরবারে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে৷ লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে সর্বস্থরের মানুষকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান ওসি ওমর হায়দার।
.coxsbazartimes.com
Leave a Reply