মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অগ্নিকাণ্ডে আপন চার ভাইয়ের বসতবাড়ি পুড়ে গেছে। এতে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ১নং ওয়ার্ড ঘটিভাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় ইউপি সদস্য রিমন সিদ্দিক জানান।
ক্ষতিগ্রস্তরা বাড়ির মালিকেরা হলেন, মরহুম আলী হোসেনের পুত্র, নুরু মাঝি, শামসু মাঝি, বদি মাঝি ও মো. ফরিদ। তাঁরা সকলেই পেশায় জেলে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, রাত পৌনে ১০টার দিকে আগুনের সুত্রপাত হলে গ্রামবাসীরা নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থতা হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসী ও পুলিশের সহায়তায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, ঘরগুলো ৮ মাস পূর্বে তৈরী করা হয়েছিল। প্রতি পরিবারে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ট্রলারের জন্য ক্রয় করা মালামাল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিল্টন দাশ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। পুড়ে যাওয়া বসতবাড়ির আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে হিমশিম খেতে হয়েছে। প্রায় আধা কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
স্থানীয় জনপ্রতিনিধি রিমন ছিদ্দিক জানান, স্থানীয় চেয়ারম্যানের সাথে আলাপ করে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
.coxsbazartimes.com
Leave a Reply