শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-পরিচালক (গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সোমবার ভোররাতে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
তবে নিহতদের নাম ও পরিচয় জানায় সম্ভব হয়নি।
আবু সালাম বলেন, ভোররাতে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় সংঘবদ্ধ একদল দূর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
” পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ৩ টি দেশিয় তৈরী বন্দুক, ১০ টি গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। “
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ” গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। “
র্যাব জানিয়েছে, নিহত দুইজন চিহ্নিত ডাকাত। ডাকাতিসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগে তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
.coxsbazartimes.com
Leave a Reply