শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার রেড ক্রিসেন্টের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও গুরুত্ব সহকারে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিট। স্বেচ্ছাসেবকদের কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য প্রতি বছর ৫ ডিসেম্বর সারা বিশে^ দিবসটি উদযাপন করা হয়। এবছর দিবসে প্রতিপাদ্য ছিলো আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য এখনই স্বেচ্ছাসেবক।

সবাই মিলে একত্রে এই পৃথিবীকে আরও উন্নত এবং আরও শান্তিপূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতিশ্রুতি ও চেষ্টা সবসময় অব্যহত থাকবে।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টায় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচীর শুভ সূচনা হয়।

পতাকা উত্তোলন করে যথাক্রমে ইউনিটের ভাইস-চেয়ারম্যান এড. আয়াছুর রহমান ও ইউনিট সেক্রেটারী জনাব খোরশেদ আলম।

বিকেল ৩ টায়-দিবসের গুরুত্বের উপর ইউনিট ভবনে ইউনিটের ভাইস-চেয়ারম্যান এড. আয়াছুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহম্মদ, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির পরিচালক এবং পিএমও প্রকল্পের হেড অব অফিস জনাব এম.এ.হালিম। এ ছাড়াও আইসিআরসি, আইএফআরসি এবং বিভিন্ন ন্যাশনাল পার্টনার সোসাইটির প্রতিনিধিবৃন্দ সহ অত্র ইউনিটের সাবেক যুব প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির বিশ^ ব্যাপি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচালিত কাজের ভূয়সি প্রশংসা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের মানবসেবা মূলক কাজ সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে কক্সবাজার ইউনিটের ১০জন যুব স্বেচ্ছাসেবককে তাদের কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখিত অনুষ্ঠান সমুহে ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গির আলম, প্রফেসর আবদুর রহিম, সোসাইটির উপ-পরিচালক ও এমআরআরও প্রকল্পের ইনচার্জ আফসার উদ্দিন সিদ্দিকি, সোসাইটির সহকারী পরিচালক ও ইউনিট কর্মকর্তা আজরু উদ্দিন সাফ্দার, এমআরআরও প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কেরামত উল্যা,ইউনিটের যুব প্রধান আসিফ রায়হান কাফি সহ প্রায় দই শতাধিক যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888