শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় তিন রাস্তার মুখ হাফেজ নুরুল ইসলামের মুদির দোকানের সামনে দিনদুপুরে সন্ত্রাসী হামলায় ছৈয়দ আহমদ (৬৬) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে আবদুর রহমান (৩২) বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে সাবরাং ২নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার ফয়েজুর রহমানের ছৈয়দ আহমদ (৬৬) আমার পিতা সাবরাং বাজার হইতে কেনা কাটা করে বসত-বাড়িতে ফেরার সময় একই এলাকার মৃৃৃত খুইল্যা মিয়ার ছেলে সোলতান আহমদ (৫৫), তার সহোদর ভাই সব্বির আহমদ(৪৫) ও ছিদ্দিক আহমদ(৪০) অজ্ঞাত আরো ২/৩ জন লোকজনকে সাথে নিয়া দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ আলীর ডেইল এলাকায় তিন রাস্তার মুখ হাফেজ নুরুল ইসলামের মুদির দোকানের সামনে পথরোধ করে কোন ওজর আপত্তি ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং ২ নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়ে বারি মেরে রক্তাক্ত জখম করে ও ১ নং ও ৩ নং আসামীরা তাহাদের হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশে বারি মেরে গুরতর জখম করে এবং এলোপাতাড়ি খিল ঘুষি মেরে হুমকী দেয় যে, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ / মামলা করলে পরবর্তী সময়ে আমাদের দেখে নিবে বলে হুমকি প্রদান করে।
সন্ত্রাসীদের আঘাতে বৃদ্ধ ছৈয়দ আহমদ (৬৬) কে দ্রুত আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উক্ত ঘটনার বিষয়ে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবগত করলে তাঁরা আমাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় গিয়ে একটি লিখিত এজাহার দায়ের করার পরামর্শ দেন।
এরপরে ভিকটিমের চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় হাজির হয়ে উপরোক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করি।
এ ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন,এক বৃদ্ধের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অন্যায় যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.coxsbazartimes.com
Leave a Reply