শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

যুবলীগের উদ্যোগে শেখ মনির জন্মদিন পালন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ৪ ডিসেম্বর বঙ্গবন্ধু ও শেখ মনি’র প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ, দোয়া মাহফিল শেষে বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর সভাপতির বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি নাম শেখ ফজলুল হক মনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সূচনা করেছিলেন, পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের কল্যাণকামী যুবসমাজকে সাথে নিয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সে সময়কাল থেকে যুবলীগের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় বর্তমান সময়ে শেখ মণি’র রক্তের উত্তরাধিকার শেখ ফজলে শামস্্ পরশের নেতৃত্বে মুজিব সারথিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে।

যুবনেতা ইফতেখার উদ্দিন পুতু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা মির্জা ওবাইদ রুমেল, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, ইমরুল কায়েস, আলিম উদ্দিন, দিদারুল ইসলাম রুবেল, কাজী দিদার, ইসমাইল সাজ্জাদ, আবুল কাশেম, মোস্তাক আহমদ, আব্দু সালাম ভেট্টো প্রমূখ। আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এড. ইমরুল কায়েস মানিক, শওকত আলী মানিক, এড. নুরুল ইসলাম সায়েম, ইউছুপ খান নবাব, সিরাজ খান, আমির হোসেন, জুয়েল সরকার, ইয়াছিন আরাফাত রিগ্যান, এম. ফিরোজ উদ্দিন খোকা, জুনায়েত কবির জুয়েল, মুহাম্মদ ফারুক, রউফ নেওয়াজ ভুট্টো, মো: আতাউল্লাহ, রুবাইছুর রহমান, এড. আরিফুল মোস্তফা, ফয়সাল, জসিম উদ্দিন আকাশ, কফিল সিকদার, সুরুত আলম রওশন, পারভেজ, মোজাহেদুল ইসলাম, একলাস চৌং, মো: এরশাদ, রায়হান, মিজানু রহমান জিকু, সাদ্দাম। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাওলানা হাফেজ মো: ইউনুছ।

  • সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888