শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের জাদিমুড়া ২৭ শরনার্থী ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় তৈরি চারটি রামদাসহ চার রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।
শনিবার ভোরে ঐ ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হ্নীলা ইউপি উভয় একই ক্যাম্পের বাসিন্দা মৃত মোঃ সিদ্দিকের ছেলে নুর আজিম (৩২), সহোদর আবু (৫০), মোঃ আইয়ুবের ছেলে ইসলাম (৩৫) ও মৃত মুসলিমের ছেলে নুরুল হক (৩৫)।
শনিবার সন্ধ্যা এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ক্যাম্পে এপিবিএনের একটিদল ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, ধৃতদের হেফাজতে থাকা দেশীয় তৈরি বিভিন্ন সাইজের চারটি রাম দা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞেসাবাদে আরো পাঁচ সহযোগীদের নাম স্বীকার করে তারা ডাকাতির জন্য জড়ো হয়েছিল। উদ্ধারকৃত রামদাসহ আটক রোহিঙ্গাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply