রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মহেশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩০ জন ভূমি মালিককে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বুধবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরাফাত সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এদিন কালারমারছড়ার বিভিন্ন মৌজা থেকে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩০ জন ভূমি মালিককে ১ কোটি ৮৩ লক্ষ ২৬ হাজার ৬ শত টাকার চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণকালে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন,
ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
.coxsbazartimes.com
Leave a Reply