রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক : কক্সবাজার বিমান বন্দরে উড্ডয়নের সময় বিমানের সাথে ধাক্কায় ২ গরুর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠণের কথা জানিয়েছেন বিমান বন্দরের ম্যানেজার গোলাম মুর্তুজা।
বুধবার বেলা ৪ টার দিকে তিনি জানান, যে গরু ২ টির মৃত্যু হয়েছে তার মালিক শনাক্ত করা সম্ভব হয়নি। কিভাবে গরু ২ টি বিমান বন্দরে প্রবেশ করেছে তা তদন্ত করতে ৪ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। একই সঙ্গে দায়িত্বে থাকা ৪ আনসার সদস্যও প্রত্যাহার করা হয়েছে।
তবে কমিটির প্রধান কে? আনসার সদস্যের নাম জানাতে পারেননি তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় রান ওয়েতে গরুর সঙ্গে ধাক্কা লেগে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট অল্পের জন্য রক্ষা পেয়েছে। পরে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। বিমানের ধাক্কায় রানওয়েতেই গরুদুটির মৃত্যু হয়।
.coxsbazartimes.com
Leave a Reply