বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শালবাগান ক্যাম্পে পৃথক অভিযান : ইয়াবা সহ আটক ১

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের শালবাগান শরনার্থী ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন। এসময় এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক সেই হ্নীলা ইউপি লেদা ২৪ক্যাম্পের ব্লক সি/৬,বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মোঃ ইসলাম (৩২)।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, বুধবার দুপুরে ২৬নং শালবাগান ক্যাম্পের ব্লকএ/৯ সংলগ্ন পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা রফিকের বসত ঘরের পিছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় শালবাগান ক্যাম্পের এপিবিএন পুলিশের একটিটিম অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে উক্তস্থান তল্লাশি করে একটি ব্যবহৃত মোবাইল ফোন ও পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন মোড়ানো প্যাকেটের ভেতর থেকে ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া অপরদিকে মঙ্গলবার রাতে শালবাগান ক্যাম্পের ব্লক-ডি/১,রাস্তায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬০০ ইয়াবাসহ হাতেনাতে মোঃ ইসলাম (৩২) নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888