বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক : মহেশখালী থানার একটি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত থানার পুলিশ সদস্য সুমন মিয়া (২৪) মারা গেছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (০১ ডিসেম্বর) সকালে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ নভেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট রাস্তার মাথায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন সুমন মিয়াসহ আরও পাঁচজন পুলিশ সদস্য।
সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা এলাকার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন, গত ২২ নভেম্বর আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার আসামি চট্টগ্রামে অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি টিম মাইক্রোবাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিই। পথিমধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীরহাট রাস্তার মাথায় একটি ট্রলির তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনার শিকার হয়ে ছয়জন পুলিশ সদস্য আহত হয়।
এসআই জসিম আরও জানান, আহতদের মধ্যে পুলিশ সদস্য মো. সুমন মিয়ার অবস্থা অবনতি হলে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন প্রেরণ করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আটদিনের মাথায় তার মৃত্যু হল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, একটি আলোচিত হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা গেছেন।আজ বুধবার তার গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন হবে। তার মৃত্যুতে থানা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
.coxsbazartimes.com
Leave a Reply