শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে ব্যালেট পেপার ছিনতাইসহ নানা অভিযোগে জেলার চার ইউনিয়নের স্থগিত থাকা কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণ করা হবে মঙ্গলবার (৩০ নভেম্বর)।
এগুলো হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্র, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্র, কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্র এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র।
জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম, শাহাদাত হোসেন বলেন, ইউপি নির্বাচনে ব্যালেট পেপার ছিনতাইসহ নানা অভিযোগে কক্সবাজারে প্রথম ধাপে ২ টি ইউনিয়ন এবং দ্বিতীয় ধাপে আরো ২ টি ইউনিয়নের চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়। স্থগিত থাকা এসব কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ মঙ্গলবার ( ৩০ নভেম্বর ) অনুষ্টিত হবে।
“ পুনরায় ভোটগ্রহণ অনুষ্টিত হওয়া এসব কেন্দ্রগুলোর মধ্যে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রে ভোট রয়েছে ৩ হাজার ৩০৫ টি, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রে ভোট রয়েছে ৪ হাজার ৪২৭ টি, কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রে ভোট রয়েছে ২ হাজার ৪৭০ টি এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে ভোট রয়েছে ২ হাজার ৪৭৯ টি। ”
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, “ পুনরায় ভোটগ্রহণ অনুষ্টিত হতে যাওয়া কেন্দ্রগুলোতে নির্বাচনের সবধরণের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে ব্যালেট বক্স ও পেপার সহ সবধরণের উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃংখলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে। ”
শাহাদাত জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রের বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি স্ট্যাকিং ফোর্স টহল দেবে। পাশাপাশি নির্বাচন অনুষ্টিত হতে যাওয়া ভোটকেন্দ্রটিতে বহিরাগতদের অবাধ চলাচলেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply