শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ১০ ইউপি নির্বাচনে ৫ ইউপিতে নৌকা, ২ টিতে স্বতন্ত্র ও ২টিতে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে পেকুয়ায় ৬ ইউপির মধ্যে নৌকা ১, বিদ্রোহী ১ ও ৩ স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে খম আওরঙ্গজেব বুলেট (নৌকা), ঢেমুশিয়া ইউনিয়নে মঈনুদ্দিন আহমেদ চৌধুরী, পূর্ববড় ভেওলা ইউনিয়নে ফারহানা আফরিন মুন্না (নৌকা), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (নৌকা), বদরখালী ইউনিয়নে নূরে হোছাইন আরিফ (নৌকা), শাহারবিল ইউনিয়নে নবী হোছাইন চৌধুরী (স্বতন্ত্র), কাকারা ইউনিয়নে মো. শাহাবউদ্দিন (বিদ্রোহী), কোনাখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার (বিদ্রোহী), ও কৈয়ারবিল ইউনিয়নে মক্কী ইকবাল (স্বতন্ত্র)। এদিকে বিএমচর ইউনিয়নে ভোটের ফলাফল নিয়ে বির্তক থাকায় রাত ১২টা পযর্šÍ ঘোষণা করা হয়নি।
অপরদিকে পেকুয়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাহাদুর শাহ (স্বতন্ত্র), রাজাখালী ইউনিয়নে নজরুল ইসলাম সিকদার (নৌকা), উজানটিয়া ইউনিয়নে তোফাজ্জল করিম (বিদ্রোহী), শিলখালী ইউনিয়নে এসএম কামাল হোছাইন (স্বতন্ত্র), মগনামা ইউনিয়নে মো. ইউনুছ চৌধুরী (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে বারবাকিয়া ইউনিয়নে একটি ভোট কেন্দ্র স্থগিত থাকায় এই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।
এদিকে রবিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত চেয়রম্যান ও মেম্বারদের নাম ঘোষণা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চনের দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়ক সৈয়দ সামসুল তাবরীজ। এসময় চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলামসহ দায়িত্বপ্রাপ্ত সকল রির্টানিং কর্মকর্তা এবং নিবার্চন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply