বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগ নেতা এম এ মঞ্জুর বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মো. শহিদুল ইসলাম শহিদ।
রোববার বিকালে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন বেসরকারিভাবে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেছেন।
এর আগে বিগত ২০১৮ সালের ২৬ জুলাই অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোরশেদ আহমেদ বাবু। গত ২৬ ফেব্রুয়ারী তার অকাল মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূণ্য হয়ে যায়। এ নিয়ে রোববার (২৮ নভেম্বর) ওযার্ডটির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, সর্বশেষ ২০২১ সালের ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুয়ায়ী কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৩৮৩ জন। এতে পুরুষ ভোটার ৩ হাজার ৬৩৬ জন এবং নারী ভোটার ২ হাজার ৭৪৭ জন।
রোববার ১২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন বলেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪ হাজার ১৬২ টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪ হাজার ৮৯ টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৩ টি।
নির্বাচনে ডালিম প্রতীকে ১ হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এম এ মঞ্জুর। তার নিকটতম প্রতিদ্বন্ধি উটপাখি প্রতীকের মো. শহিদুল ইসলাম শহিদ পেয়েছেন ১ হাজার ২৬৪ ভোট। পরাজিত প্রার্থী শহিদ ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিশান উদ্দিনের ছোট ভাই।
এছাড়া অন্য প্রার্থীদের মধ্যে অকাল প্রয়াত সাবেক পৌর কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবুর বড় ভাই ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমেদ শামীম পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩৭ ভোট, ব্ল্যাকবোর্ড প্রতীকের প্রার্থী আনছারুল করিম পেয়েছেন ৮০ ভোট, ব্রীজ প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোহেল পেয়েছেন ১৫ ভোট এবং টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী মো. ফরিদুল আলম পেয়েছেন ১ ভোট।
বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত এম এ মঞ্জুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
.coxsbazartimes.com
Leave a Reply