শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মো. শাহ নিয়াজ আহমদ কক্সবাজার শহরের পরিচিত মুখ। ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালনকারি সাবেক ছাত্রনেতা বর্তমানে গণমাধ্যমে কাজ করছেন। ১৯৮৯ সালে ২৮ নভেম্বর তাঁর জন্মদিন। কক্সবাজার জেলার সিনিয়র আইনজীবী মরহুম মোঃ শাহ আলম তাঁর পিতা। মা আনোয়ারা বেগম একজন গৃহিনী। এক বোন ও ৮ ভাইয়ের মধ্যে সকলের ছোট্ট শাহ নিয়াজ। ২০১৪ সালে ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে এলএলবি শেষ র্বষের (ফাইনাল) পরীক্ষার্থী। ছাত্রজীবনে রাজনীতির পাশাপাশি সংবাদ পত্রের সাথে কাজ শুরু করেন। ২০১২ সাল থেকে গণমাধ্যমে কাজ শুরু করে বর্তমানে দৈনিক রূপসীগ্রাম পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। এর মধ্যে তিনি দৈনিক দৈনন্দিন, জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় কাজ করেছেন। তিনি বর্তমানে মুক্তিযুদ্ধে চেতনার অন্যতম সাংবাদিকদের সংগঠণ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইউনিট কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য।
তিনি বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কক্সবাজার সরকারি কলেজ শাখার সহ-সভাপতি, আহবায়ক কমিটির সদস্য, ক্রীড়া সম্পাদক, ৪ নং ওয়ার্ড শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কক্সবাজার জেলা শাখার সদস্য, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার সদস্য, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলায় স্কোরিংয়ের দায়িত্ব পালন করছেন।
শাহ নিয়াজ এর বড় ভাই বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ জাহেদ নওয়াজ ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অপর ভাই মোঃ রউফ উন নেওয়াজ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়া ভাইদের মধ্যে মোঃ আহসান নেওয়াজ চকরিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রাশেদ নেওয়াজ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, আশরাফ নেওয়াজ, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবারিকভাবে আওয়ামীলীগ রাজনৈতিক পরিবারের জন্য বর্তমানে সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছে। শাহ নিয়াজ এর জন্মদিনে কক্সবাজার টাইমস ডটকম পরিবারের শুভেচ্ছা।
.coxsbazartimes.com
Leave a Reply