শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করেছেন র্যাব। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মৃত জালাল আহাম্মদের ছেলে সৈয়দ আলম (৩৫) ও হোয়াইক্যং ইউপি লম্বা বিল এলাকার আলী আকবরের ছেলে অলি আহম্মদ প্রকাশ লেদু (৪২)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) অতিঃ পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং বাজার সংলগ্ন বিজিবি ক্যাম্পগামী রাস্তার মাথায় অভিযান পরিচালনা করে অলি আহম্মদ প্রকাশ লেদু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া অপরদিকে একইদিন দুপুরে পৌরসভার পুরাতন পল্লানপাড়া লেঙ্গুরবিল সড়কে মক্কা নিউ মার্কেটের সামনে অভিযান চালিয়ে সৈয়দ আলম(৩৫)নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে১০হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন, জিজ্ঞেসাবাদে ধৃতরা জানায় দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply