রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফে র্যাব ও ডিএনসির যৌথ অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবা, ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, দুটি রাইফেল, ১৩ রাউন্ড তাজা কার্তুজসহ এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে হ্নীলা ইউপি লেচুয়াপ্রাং এলাকা এ মাদক বিরোধী অভিযান চালানো হয়। আটক হলেন, একই এলাকার মোঃ জামালের ছেলে আলমগীর (২২)।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপি লেচুয়াপ্রাং এলাকায় জামালের বসত বাড়িতে র্যাব ও ডিএনসির যৌথ একটিদল অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবা, ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, দেশীয় তৈরি দুটি রাইফেল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৪টি ধারালো কিরিচসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, মাদক নির্মুলের স্বার্থে র্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনীকেও সাথে নিয়ে অভিযান আরো জোরদার করা হবে। উদ্ধারকৃত ইয়াবা,আইস,অস্ত্র,কার্তুজসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply