রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফ স্থল বন্দর সংলগ্ন এলাকা থেকে ছৈয়দ আলম নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। পরিবারের দাবি; ছৈয়দ আলমকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা পাহাড়ে নিয়ে গেছে।
সোমবার (২২ নভেম্বর) রাতে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন ১৪ নং ব্রীজ নামক স্থান থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত ছৈয়দ আলম টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়া এলাকার মৃত আমির আহম্মদের ছেলে।
স্বজনরা জানায়; ব্যবসায়িক কাজে গেল কয়েকদিন সেন্টমার্টিনে ছিলেন ছৈয়দ আলম। এরপর সোমবার রাতে সেন্টমার্টিন থেকে টেকনাফ দমদমিয়াস্থ জেটিঘাটে পৌছায়। এরপর সিএনজিযোগে টেকনাফ জেটিঘাট থেকে আসার পথে উৎপেতে থাকে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তারপর টেকনাফ স্থল বন্দর সংলগ্ন ১৪নং ব্রীজ নামক স্থানে পৌছালে সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে ছৈয়দ আলমকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় তারা। বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, স্বজনদের মাধ্যমে ছৈয়দ আলমকে অপহরণের বিষয়টি জেনেছি। এরপর থেকে তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে অপহৃত ছৈয়দ আলম বড় মাপের ব্যবসায়ী নয়; কি কারণে বা কারা তাকে অপহরণ করা হয়েছে সেটি এখনো জানা যায়নি।
.coxsbazartimes.com
Leave a Reply