মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফের আলোচিত ডাকাত দলের প্রধান জামাল সহ ৩ জনকে অস্ত্র সহ আটক করেছে ১৬ এপিবিএন এর সদস্যরা।
সোমবার ভোরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মৃত হায়দার আলীর পুত্র ডাকাত সর্দার জামাল হোসেন (৪৫), তার পুত্র মোহাম্মদ হামিদ (২১), মো. আবদুল জলিলের পুত্র মোহাম্মদ ইলিয়াস (১৬)।
১৬ এপিবিএন এর অধিনায়ক তারিকুল জানান, ডাকাতির প্রস্তুতি নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২৪ (লেদা) এর এ/১৪ ব্লকস্থ খোলা মাঠে অবস্থানের সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে ৩ জনকে আটক করা সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি, ১ টি ষ্টীলের চাকু , ৩ টি রামদা উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে অনুসন্ধানে জানা যায় আটক সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃংখলা পরিপন্থি বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত। এব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
.coxsbazartimes.com
Leave a Reply