শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
শাহ নিয়াজ : কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ডে উন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর রোববার। নির্বাচিত কাউন্সিল কাজী মোরশেদ আহমদ বাবু মৃত্যুর কারণে এই ওয়ার্ডের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপ-নির্বাচনকে কেন্দ্র করে এই ওয়ার্ডে সর্বত্র নির্বাচনী আমেজ চলছে। ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন প্রয়াত কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর বড়ভাই জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শামীম আহামদ (পাঞ্জাবী), জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এ.এ মনজুর (ডালিম), মোঃ শহিদুল ইসলাম শহিদ (উটপাখি), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম (ব্ল্যাকবোর্ড), মোহাম্মদ সোহেল (ব্রীজ) ও মোঃ ফরিদুল আলম (টেবিল ল্যাম্প)।
তাদের পোস্টার, লিফলেট, ব্যানারে ছেঁয়ে গেছে ১২ নং ওয়ার্ডের সৈকতপাড়া, লাইট হাউস পাড়া, ফাতের ঘোনা, উত্তর কলাতরী চরপাড়া, দক্ষিণ কলাতলী, আদর্শ গ্রাম ও আণবিক শক্তি কমিশন এলাকা। দুপুর থেকে চলে মাইকিং। প্রার্থী এবং সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি শোনাচ্ছেন। এই উপ-নির্বাচন নিয়ে পুরো জেলায় চলছে আলোচনা। কে হবেন পরবর্তী হোটেল-মোটেল জোন এলাকার কাউন্সিলর। ৬ জনের মধ্যে আলোচনায় আছেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এম.এ মনজুর, প্রয়াত কাউন্সিলর বাবুর ভাই ও সাবেক কাউন্সিলর জিসান উদ্দিনের ভাই শহিদুল ইসলাম শহিদ। ৬ হাজার ৩৮৩ জন ভোটার তাদের কাউন্সিলর নির্বাচিত করবেন ২৮ তারিখ ভোটের মাধ্যমে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালের সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ১২ নং ওয়ার্ডে মোট ভোটার ৬ হাজার ৩৮৩ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬৩৬ জন এবং মহিলা ভোটার ২ হাজার ৭৪৭ জন। লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। এই দুই কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ১৪টি। লাইট হাউস দারুল উলুম মাদ্রাসায় ৩ হাজার ২০৮ জন এবং কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ১৭৫ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এই উপ-নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেন রিটার্নিং কর্মকর্তা এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে নির্বাচন কমিশন ওই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
.coxsbazartimes.com
Leave a Reply