শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ঈদগাঁওতে রেজাউল করিম পলাশ নামে এক ব্যক্তিকে র্যাবের হাতে আটক করেছে। এসময় তার কাছ থেকে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬টি চেকবই, বিপুল এটিএম/ভিসা কার্ড ও ১০টি মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
আটক রেজাউল করিম পলাশ ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে। তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি কারবারের সাথে জড়িত বলে দাবী করেছে র্যাব।
র্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার রাতে র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন দীর্ঘ এক যুগ ধরে তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত। এব্যাপারে মামলা করে আটককে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply