রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত: ১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের জীম্বংখালী নাফনদীর তীর এলাকায় বিজিবি সঙ্গে গোলাগুলিতে এক অজ্ঞাত মাদককারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয় ।

রোববার ভোররাতে হোয়াইক্যং ইউপি জীম্বংখালী সংলগ্ন নাফনদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। আহত বিজিবি সদস্যরা হলেন, ২ ব্যাটলিয়নের নায়েক সাজদার রহমান (৩৭) ও লেন্স নায়েক মোস্তফা আলী (৩২)।

রোববার দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জীম্বংখালী বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম ১৬ হতে আনুমানিক ৫০০গজ উত্তরে ৭নম্বর স্লুইচ গেইট সংলগ্ন এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ান সদর এবং জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় নাফ নদীর তীরে অবস্থান নেয়। ভোররাতে তিন জন ব্যক্তিকে শূন্য লাইন অতিক্রম করে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা কারবারিরা বিজিবি টহলদলের উপর অতর্কিত ভাবে গুলিবর্ষণ করে। এতে বিজিবি দুই সদস্য আহত হন। এসময় বিজিবি টহলদল সরকারী সম্পদ এবং নিজের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। ওই সময় দুইজন ইয়াবা কারবারি ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর একজন গুলিবিদ্ধ হয়ে বিছিন্ন হয়ে পড়ে। গোলাগুলি থামার পর ঘটনাস্থল তল্লাশি চালিয়ে নাফনদীর কিনারা হতে দুটি প্লাষ্টিকের ব্যাগ ,একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ,একটি কার্তুজের খালি খোসাসহ এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বিজিবি দুই সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পরে উদ্ধারকৃত ব্যাগগুলো খুলে গণনা করে ৩কোটি টাকার মূল্য মানের ১ লাখ ইয়াবা পাওয়া যায়। নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি তার বয়স আনুমানিক ২৫ বছর।

তিনি আরো জানান, সরকারী কর্তব্য পালনে বাঁধা প্রদান ও অবৈধ মাদক পাচারের দায়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888