শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬ টি ইউনিয়নের মনোনয়ন পত্রে দাখিলের শেষ দিন এক হাজার ১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যার মধ্যে চেয়ারম্যান পদে ১২৩, সাধারণ সদস্য পদে ৬৬৯ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সংশ্লিষ্ট উপজেলার তথ্য মতে, চকরিয়া উপজেলার ১০ টি ইউনিয়নে ৫৯০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যার মধ্যে চেয়ারম্যান পদে ৭৩, সাধারণ সদস্য পদে ৩৮৪ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন। চকরিয়ার ১০ ইউনিয়ন হলো, বদরখালী, ভেওলা মানিক চর, পূর্ব বড় ভেওলা, কৈয়ার বিল, সাহার বিল, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, লক্ষ্যাচর, কাঁখারা।
অপর দিকে পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নে ৪১২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫০, সাধারণ সদস্য পদে ২৮৫ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৭ জন মনোনয়ন পত্র দাখিল করেণ। পেকুয়ার ৬ ইউনিয়ন হলো, বারবাকিয়া, উজানটিয়া, মগনামা, পেকুয়া সদর, রাজখালী ও শিলখালী।
তৃতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী, এ ১৬ ইউনিয়নে মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
.coxsbazartimes.com
Leave a Reply