বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
ভ্রমণ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর থেকে কক্সবাজার পর্যন্ত আকাশপথে ফ্লাইটসংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ৩ নভেম্বর থেকে এই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর আগে দুটি ফ্লাইট পরিচালনা করা হতো।
বিমানের সৈয়দপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত মাসে প্রথমবারের মতো কক্সবাজার রুটে ফ্লাইট চালু হয়। গত ৭ অক্টোবর রেলপথমন্ত্রী নূরুল ইসলাম ফ্লাইটের উদ্বোধন করেন। ওই দিন থেকে সপ্তাহে দুদিন সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলে। তবে পর্যটকদের চাপ বেশি থাকায় দুই দিনের পরিবর্তে চার দিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বিমানের সৈয়দপুর কার্যালয়ের জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ আজ সোমবার জানান, ৩ নভেম্বর থেকে এই রুটে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি, শনি ও রোববার ফ্লাইট চলবে। এর পরও যদি যাত্রীর চাপ থাকে, সে ক্ষেত্রে প্রতিদিনই ডানা মেলবে বিমান।
প্রসঙ্গত, সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ারের মোট ১৪টি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
.coxsbazartimes.com
Leave a Reply