রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

মুক্তি পেল শাহরুখ খানের ‘সিমবা’

বিনোদন ডেস্ক : ছেলে কারাগারে যাওয়ার পর থেকে উতলা হয়ে ছিলেন শাহরুখ খান; বন্ধ করে দিয়েছিলেন সব কাজ, দেখাও দেননি কাউকে। তার দুঃসহ পরিস্থিতির আপাত অবসান ঘটেছে, ঘরে ফিরেছেন আরিয়ান খান।

বড় ছেলে আরিয়ানকে আদর করে ‘সিমবা’ ডাকেন এই বলিউড তারকা। দুই বছর আগে শাহরুখ যখন এনিমেটেড চলচ্চিত্র ‘লায়ন কিং’র হিন্দি সংস্করণে মুফাসা হয়েছিলেন, তখন মুফাসার ছেলে সিমবার কণ্ঠটি সবাই শুনেছিল আরিয়ানের কণ্ঠে।

তখন আরিয়ানের কণ্ঠ শুনে তাকে প্রশংসায় ভাসাচ্ছিল বলিউড। অনেকে তার কণ্ঠে বাবা শাহরুখ খানের ছায়া খুঁজছিল। উচ্ছ্বসিত শাহরুখ তখন টুইট করেছিলেন- ‘মেরে সিমবা’।

তার ২৩ বছর বয়সী সেই ‘সিমবা’ই এবার তার জন্য বড় ঝামেলা তৈরি করেছে মাদককাণ্ডে জড়িয়ে গ্রেপ্তার হয়ে।

গত ২ অক্টোবর এক প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে ‘মাদকসহ’ গ্রেপ্তার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। এরপর হেফাজতে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর ৮ অক্টোবর তাকে পাঠানো হয় কারাগারে।

মাদকের সেই মামলায় তিন সপ্তাহ কারাগারে থেকে বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর শনিবার ছাড়া পেলেন আরিয়ান।

আর্থার রোডের কারাগার থেকে সকাল ১১টার দিকে আরিয়ান বেরিয়ে আসেন বলে এনটিভি জানিয়েছে। কারাগার থেকে বেরিয়ে আসার সময় শাহরুখ খানের দেহরক্ষীকে তার সঙ্গে দেখা যায়। এসময় কারাগারের বাইরে ছিল শাহরুখ খানের ভক্তদের ভিড়। তা সামলাতে নিরাপত্তার কড়াকড়িও ছিল।

ছেলেকে ঘরে আনতে সকালেই মুম্বাইয়ে নিজের বাড়ি ‘মান্নাত’ থেকে শাহরুখ খান বেরিয়ে যান। সেই বাড়ির বাইরে ছিলে ভক্ত-অনুরাগীদের ভিড়। তাদের হাতে ছিল ‘প্রিন্স আরিয়ান’কে বরণ করে নেওয়ার ব্যানার।

আইনজীবীদের নিয়ে একটি পাঁচ তারা হোটেলে অবস্থান নেন শাহরুখ; পরে আরিয়ানকে নিয়ে তিনি মান্নাতে ফেরেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। আর এতে ২৮ দিন পর ঘরে ফেরা হল এই যুবকের।

এক লাখ রুপি মুচলেকায় আরিয়ানকে জামিন দেওয়া হয়েছে। তার জামিনদার হয়েছেন বলিউডের আরেক তারকা জুহি চাওলা।

জামিনে মুক্তি পেলেও কয়েকটি শর্ত পালন করতে হবে শাহরুখপুত্রকে। তার পাসপোর্ট জমা রাখতে হবে আদালতের কাছে। প্রত্যেক শুক্রবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে। অভিযুক্ত কিংবা সাক্ষীদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তিনি। আর বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না।

জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকে প্রতিদিনই তাকে নিয়ে খবর ভারতের গণমাধ্যমে বড় অংশজুড়ে থাকছিল। এই গ্রেপ্তার নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও পাল্টাপাল্টি বক্তব্য চলছে।

শাহরুখ খান-গৌরি খানের তিন ছেলে-মেয়ের মধ্যে আরিয়ান সবার বড়। অন্য দুজন হলেন সুহানা খান ও  আব্রাম খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888