বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুতুবদিয়ায় টিকার নিবন্ধন ৫০৭১০ জন, ৩৬৯৪৭জনের করোনা টিকা সম্পন্ন

কাইছার সিকদার, কুতুবদিয়া : সারাদেশে করোনা টিকা কর্মসুচীর আওতায় চলতি বছরের ৭(সাত) ফেব্রুয়ারী থেকে কুতুবদিয়ায় টিকাদান কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচীর আওতায় উপজেলা জুড়ে মোট ৩৬ হাজার ৯৪৭জনকে টিকাদান সম্পন্ন করা হয়েছে, তবে কুতুবদিয়ায় ৬ ইউনিয়নে মোট ৫০ হাজার ৭১০ জন টিকা নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে ৭৫লক্ষ মানুষকে করোনার গণটিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে কুতুবদিয়ায় ২৮সেপ্টেম্বর হতে মোট নয় হাজার জনকে এই গণটিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছিল এবং ২৮অক্টোবর একদিনে আট হাজার জনকে দ্বিতীয় ডোজ দিয়েছে ক্রমান্বয়ে বাকিদের দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হবে বলে কুতুবদিয়া উপজেলার স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেন।

তিনি আরো জানান, স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স, কর্মচারী ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা, কর্মচারী সরাসরি অংশগ্রহণে প্রতি ইউনিয়নে তিনটি করে ছয় ইউনিয়নে মোট ১৮টি কেন্দ্রে স্হাপনের মাধ্যমে এই টিকা কার্যক্রম চালানো হয়৷ পরোক্ষভাবে থানা ও উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিরা টিকাদান কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন বলে তিনি তাঁদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলার প্রতিটি মাধ্যমিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮বছরের শিক্ষার্থীদের টিকা নিবন্ধন কার্যক্রম চলমান যেটা অল্প কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা পেলেই টিকাদান কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888