শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে আগামি ২৮ নভেম্বর চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে গত ৫ দিন ধরে অবস্থান করছে অর্ধশতাধিক প্রার্থী। তাদের মধ্যে মঙ্গলবার ১৬ জনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। কাউকে এ পর্যন্ত ঘোষণা না দিলেও কারা নৌকার মনোনয়ন পাচ্ছেন অনেকটা চূড়ান্ত করা হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, চকরিয়া উপজেলার বদরখালীতে নুর হোসাইন আরিফ, ভেওলা মানিক চরে মো. শহিদুল ইসলাম, পূর্ব বড় ভেওলায় ফারহানা আফরিন মুন্না, কৈয়ার বিলে জন্নাতুল বকেয়া, সাহার বিলে মহসিন বাবুল, পশ্চিম বড় ভেওলায় সিরাজুল ইসলাম চৌধুরী, ঢেমুশিয়াতে এস এম মঈন উদ্দিন আহমেদ চৌধুরী, কোনাখালীতে জাফর আলম সিদ্দীকি, লক্ষ্যাচরে মহি উদ্দিন মো. আওরঙ্গজেব, কাঁখারায় শওকত ওসমান, পেকুয়া উপজেলার বারবাকিয়ায় আবুল কাশেম, উজানটিয়ায় এম শহিদুল ইসলাম চৌধুরী, মগনামায় মো. নাজেম উদ্দিন, পেকুয়া সদরে জহিরুল ইসলাম, রাজখালীতে মো. নজরুল ইসলাম ও শিলখালীতে মো. কাজিউল ইনসান নৌকার মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এই ১৬ ইউনিয়নে আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
.coxsbazartimes.com
Leave a Reply