শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

“ভাড়ায় চালিত সাংবাদিক”

মুহাম্মদ আলী জিন্নাত

‘ভাড়ায় চালিত সাংবাদিক।’ একটু বিদঘুটে, খট্কা ও অদ্ভুদ মনে হলে ও তা বাংলা ব্যাকরণের ভাব সম্প্রসারণ খুউব শ্রুতিমধুর মনে হচ্ছে কথাটি।

আমাদের দেশে ভাড়ায় চালিত অনেক কিছু পাওয়া যায়। যেমন ট্রাক, কার, মাইক্রোবাস, মোটর সাইকেল, স্পীড বোট, জেটস্কি, বিচ বাইক ইত্যাদি। অতি সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে সাংবাদিক ও। এ কথা বললে প্রকৃত, পেশাদার, সৎ সাংবাদিকেরা মন বেজার করতে পারেন তাই ওই আলোচ্য গোত্রের সাংবাদিকদের কথিত সাংবাদিক বলাটা অবশ্যই যুক্তিপূর্ণ বৈকি।

‘ভাড়ায় চালিত সাংবাদিক’ এ কথাটি আমি ধার করেছি অনুজ-প্রতীম, অতিস্নেহভাজনেষু সংবাদকর্মী নুপা আলমের ফেইসবুকে দেওয়া একটি স্ট্যাটাস থেকে। তাকে হৃদয় ভরা আর্শীবাদ করার জন্য। এ সুন্দর, অতি শ্রুতিমধুর একটি বাক্য আবিষ্কার করার জন্য। এ সুযোগে বলে নিই, নুপা আলম প্রগতিবাদী ঘরণার একজন কবি ও।

কিন্তু নুপা আলম ‘ভাড়ায় চালিত সাংবাদিক’ এ কথার কোনোরকম ব্যাখা দেয়নি। তবে তার মনস্তাত্তি¡ক কিছু বিষয় আমি উপলব্দি করতে পারি।

‘ভাড়ায় চালিত সাংবাদিক’ এ কথার ব্যাখা দেওয়ার আগেই আমি পাঠক তথা আমার সংবাদকর্মী সহকর্মী-বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কারণ আমার ব্যাখার সাথে অনেকেই সহমত পোষণ নাও করতে পারেন। যারা সহমত পোষণ করবেন না তাদের প্রতি আমার শ্রদ্ধা।

কক্সবাজারে অতি সাম্প্রতিককালে কিছু লোককে সাংবাদিক পরিচয় দিয়ে নগদ অর্থের বিনিময়ে চুক্তির ভিত্তিতে ভাড়া খাটতে দেখা যায়। বিষয়টি পাঠকদের কাছে খোলাসা করে বলাটা উচিত। ধরুন;- আপনার ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট একটি সংবাদ সংবাদমাধ্যমে প্রচার করতে হবে। তখন সংবাদটি নিয়ে আপনাকে পত্রিকার অফিস বা সংবাদ সংস্থাগুলোর দরজা দরজায় দৌঁড়াতে হবে না। আপনি ভাড়ায় চালিত একজন নামধারী সাংবাদিককে জোগাড় করবেন। তারপর তার সাথে টাকা-পয়সার হিসাবসহ চুক্তি করবেন। ব্যস আপনার দায়িত্ব শেষ। ওই ভাড়ায় চালিত সাংবাদিক আপনার চাহিদামতো একটি সংবাদ তৈরি করে তা পানের দোকানের মতো গজিয়ে ওঠা অবৈধ অনলাইন পোর্টাল ও কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোতে মেইল করে পাঠিয়ে দিবে। পরের দিন ওই ভাড়ায় চালিত কথিত সাংবাদিকের পাঠানো সংবাদটি কোনো পোর্টাল বা পত্রিকায় প্রকাশিত হলে তা সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দিবে। যদি কোন সংবাদমাধ্যম ভাড়ায় চালিত ব্যক্তির পাঠানো সংবাদটি প্রকাশ না করে তাহলে বেশ কয়েকদিন আর আপনার ঠিকাদার কথিত সাংবাদিককে আপনি খোঁজে পাবেন না। নিজের সম্ভাব্য বিপদের কথা আঁচ করতে পারে ভাড়ায় চালিত ব্যক্তিটি আপনার কাছ থেকে নেওয়া টাকাগুলো জায়েজ করার জন্য কয়েকটি পত্রিকায় অল্প-স্বল্প টাকা দিয়ে হাতে-পায়ে ধরে আপনার নিউজটি ছাপানোর জন্য গলদঘর্ম হয়ে দৌঁড়ঝাঁপ দিবে। এসব কাহিনী আমার নিজের পেশাগত অভিজ্ঞতা থেকেই জানি। কাউকে আহত করার জন্য নয়, সত্য প্রকাশের উদ্দেশ্যেই এ লিখা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888