শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গাকে ৩ দিন পর উদ্ধার করেছে এপিবিএন। একই সঙ্গে মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারী চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টার দিকে টেকনাফ উপজেলার লেদা এলাকার ক্যাম্প-২৪ বি- ব্লকস্থ মৌলভীপাড়া হাসানের বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গা হলেন, বালুখালী ক্যাম্পের ১৭ এর এইচ/১০০ ব্লকের মোহাম্মদ রশিদের পুত্র আরিফুল্লাহ (২৮)।
আটক অপহরণকারী চক্রের সদস্য হলেন, টেকনাফের লেদার ২৪ নম্বর ক্যাম্পের বশির আহমেদের পুত্র আতাউল্লাহ (২৫)।
১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, গত ৮ অক্টোবর বালুখালী ক্যাম্প থেকে অপহরণ হন রশিদ। এব্যাপারে তদন্ত করে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ক্যাম্প-২৪ লেদা মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে অপহৃত ভিকটিম আরিফুল্লাহকে উদ্ধার ও মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারী রোহিঙ্গা আতাউল্লাহকে আটক করা হয়। ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর এবং অপহরণকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply